সারাদেশ

কেরানীগঞ্জে দিনে দুপুরে যুবককে হত্যা সন্দেহ পরকীয়া

কেরানীগঞ্জ প্রতিনিধি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়েছে সগির নামে এক যুবককে। শনিবার সকাল সাড়ে নয়টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত সগিরের বয়স ২৫ বছর, সে শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।
স্থানীয়রা জানান, সকালে রাস্তায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। দুপুর পর্যন্ত লাশ সড়কে পড়ে থাকায় ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় বাড়তে থাকে।
পরিবার সূত্রে জানা গেছে, সগিরের বিয়ে হয়েছিল আট বছর আগে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রীর পরকীয়ার কারণে দুই বছর আগে ডিভোর্স হলেও পরে আবার সংসার শুরু করে। তবে স্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছিলো এবং সম্প্রতি আবারও পরকীয়ার বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ হচ্ছিলো। পরিবারের ধারণা, স্ত্রী ও তার প্রেমিক মিলে পরিকল্পিতভাবে সগিরকে হত্যা করেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ আখতার হোসেন হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,