সারাদেশ

শ্যামনগরে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের নকিপুর শীতলখোলা সার্বজনীন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় এ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, মনোদ্বীপ মন্ডল, গোপাল সরদার, উজ্জল কুমার মন্ডল, সন্দীপ কুমার, দেবব্রত সরকার প্রমুখ।

সভার সভাপতি জয়দেব বিশ^াস জানান যে, সভায় সিদ্ধান্ত হয় আসন্ন শারদীয়া দুর্গা পুজার সপ্তমীতে পুজা পরিক্রমা করা হবে বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা ও মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ একই সাথে। মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের দেশের বিভিন্ন স্থানে গঠিত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,