ইবিতে মার্কেটিং ক্লাবের নেতৃত্বে কানন, সিফাত

ইবি প্রতিনিধি:
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত মার্কেটিং ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. জেদান আল কানন এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিন ইয়ামিন সিফাত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) ক্লাবের আহ্বায়ক মো. রুহুল আমিন ও উপদেষ্টা সাদিকুল আজাদের স্বাক্ষর সম্বলিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে আরও নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মো. রাকিব মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক জায়েদ হোসেন, কোষাধ্যক্ষ ওয়াসি ইসতিয়াক ইফতি। এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন জেবিন জাহেদ তিশা, মো. সোহানুর রহমান, হাসনাহেনা আক্তার, মো. শাকিল কবির, সাব্বির হোসেন, মো. মাহফুজ আলম, মো. ইমরানুর বারাত, শাখাওয়াত হোসেন শুভ, মো. ফিরোজ আলী।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিন ইয়ামিন সিফাত বলেন, সেক্রেটারি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের। আমি বিশ্বাস করি, মার্কেটিং শিক্ষার্থীদের কর্পোরেট সেক্টরে সফলভাবে নিজেদের উপস্থাপনের জন্য প্রস্তুত করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ জন্য দক্ষতা উন্নয়ন, বাস্তব অভিজ্ঞতা ও নেতৃত্বের সুযোগ সৃষ্টির মাধ্যমে আমি কাজ করতে চাই।
নবনির্বাচিত সভাপতি মো. জেদান আল কানন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং ক্লাব শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, দক্ষতা উন্নয়ন এবং বাস্তবমুখী অভিজ্ঞতা অর্জনের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আমি এই ক্লাবের সভাপতি হতে পেরে আনন্দিত এবং গর্বিত। একাডেমিক শিক্ষার পাশাপাশি আমরা চাই শিক্ষার্থীরা আধুনিক মার্কেটিং জ্ঞান ও নেতৃত্বের গুণাবলি অর্জন করুক। আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য মার্কেটার ও দক্ষ নেতৃত্বে পরিণত করা। আমি বিশ্বাস করি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতায় ক্লাবটি অচিরেই বিশ্ববিদ্যালয়ের গৌরব বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।”