সারাদেশ

হাইভোল্টেজ ম্যাচে যে একাদশে মাঠে নামতে পারে ভারত–পাকিস্তান

এশিয়া কাপে আজ মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক সংঘাতের পর এটাই দুই দলের প্রথম লড়াই। স্বাভাবিকভাবেই ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। নিজেদের প্রথম ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে ভারত। অন্যদিকে ওমানকে ৯৩ রানে হারিয়ে ছন্দে রয়েছে পাকিস্তানও। আজকের ম্যাচে যারা জিতবে তারাই এগিয়ে যাবে সুপার ফোরের পথে। এমন ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ?

ভারত দলে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। গৌতম গম্ভীরের দল অলরাউন্ডারদের উপর ভরসা রেখেই নামতে পারে অপরিবর্তিত একাদশে। শুভমান গিলের সঙ্গে ওপেনিংয়ে থাকবেন অভিষেক শর্মা। মিডল অর্ডারে সঞ্জু স্যামসনের ফেরার সম্ভাবনাও রয়েছে। বোলিংয়ে জাসপ্রিত বুমরাহর সঙ্গে হার্দিক পান্ডিয়া ও শিভম দুবেকে ভাবা হচ্ছে পেস অলরাউন্ডার হিসেবে। তিন স্পিনার হিসেবে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ও বরুণ চক্রবর্তীকে রাখার পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের।

পাকিস্তানও প্রথম ম্যাচের দলে বড় কোনো পরিবর্তন আনতে চাইছে না। তবে ফাস্ট বোলার হারিস রউফ ফিরতে পারেন একাদশে। ওমান ম্যাচে ভালো করা আবরার আহমেদ ও সুফিয়ান মুকিম থাকছেন স্পিন আক্রমণে। ব্যাটিংয়ে ফখর জামান, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিসদের নিয়েই নামবে তারা। দুবাইয়ের ধীরগতির উইকেটে স্পিনাররা কৃপণ হলেও পেসাররাই বেশি উইকেট নিয়েছেন। তাই দুই দলই ভারসাম্য রেখে একাদশ সাজাতে চাইছে।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম ও আবরার আহমেদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,