সারাদেশ

আপত্তিকর ছবি ভাইরাল, আদালতে ঐশ্বরিয়া

বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন নিজের নাম, ছবি ও কণ্ঠস্বরের অননুমোদিত ব্যবহারের বিরুদ্ধে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) তিনি আদালতে একটি আবেদন জমা দেন, যেখানে অভিযোগ করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার ছবি ও কণ্ঠস্বর বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে, যা তার ব্যক্তিগত মর্যাদা এবং পেশাগত ভাবমূর্তির জন্য হুমকিস্বরূপ।
ঐশ্বরিয়ার আইনজীবী সন্দীপ শেঠি আদালতে জানান, অনুমতি ছাড়াই বিভিন্ন পণ্যে যেমন কফি মগ, টি-শার্ট ইত্যাদিতে অভিনেত্রীর নাম ও ছবি ব্যবহৃত হচ্ছে। শুধু তাই নয়, ইউটিউব ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে এআই-জেনারেটেড আপত্তিকর ছবি ও ভিডিও, যা অভিনেত্রীর সম্মানহানির আশঙ্কা তৈরি করেছে।
এছাড়া, ‘নেশন ওয়েলথ’ নামের একটি প্রতিষ্ঠান সরাসরি ঐশ্বরিয়ার নাম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছে। এমনকি প্রতিষ্ঠানটির লেটারহেডে তাকে ‘চেয়ারপার্সন’ হিসেবেও উল্লেখ করা হয়েছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতারণামূলক।
আবেদনে আরও বলা হয়, কিছু অসাধু চক্র ঐশ্বরিয়ার জনপ্রিয়তাকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে। আইনজীবী স্পষ্ট করে বলেন, ‘শুধু নাম ও ছবি ব্যবহার করেই কেউ কেউ অর্থ উপার্জন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কিছু আপত্তিকর এআই ছবি ব্যবহার করে মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণের অপচেষ্টা চালানো হচ্ছে।’
প্রসঙ্গত, ২০২৪ সালে একই ধরনের অভিযোগ নিয়ে দিল্লি হাইকোর্টে গিয়েছিলেন ঐশ্বরিয়ার শ্বশুর, বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চন। তখন আদালত তার নাম, ছবি ও কণ্ঠস্বর অনুমতি ছাড়া ব্যবহার নিষিদ্ধ করে আদেশ দেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,