সারাদেশ

শ্যামনগরে ইউএনওর বদলী প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি ঃ “ইউএনও স্যারের বদলী মানি না, মানবো না, আর কোন দাবী নাই, রণী খাতুনকে ফেরত চাই এ সকল স্লোগান লেখা পোস্টার, প্লাকার্ড হাতে নিয়ে রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ চত্তরে শ্যামনগর ইউএনও রণী খাতুনের বদলী প্রত্যাহারের দাবীতে এলাকার সর্বস্তরের জনগণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ জনসাধারণ উপজেলা পরিষদ চত্তরে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্লোগান দিতে থাকেন।

সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যাক্তি, কৃষক, ব্যবসায়ী, জনপ্রতিনিধি সহ অন্যান্য পেশাজীবিদের অংশ গ্রহণে মানববন্ধন চলাকালিন সময়ে মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ বিধু¯্রবা মন্ডলের সভাপতিত্বে  ও স্বেচ্ছাসেবক হাফিজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু, ঈশ^রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান সাদেকুর রহমান, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক সামিউল আযম মনির, ভূরুলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হোসেন আলী, রমজাননগর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল হামিদ লাল্টু, প্রভাষক আব্দুল ওহাব, বিএনপি নেতা রুস্তম আলী, মাওলানা আব্দুল কাইয়ুম, আব্দুর রাজ্জাক, রাশিদুল ইসলাম, আল আমিন প্রমুখ।

বক্তারা বলেন ইউএনও রণী খাতুন সততা, দক্ষতা ও মানবিকতার সাথে দায়িত্ব পালন করে স্থানীয়দের আস্থা অর্জন করেছেন। মাত্র দশ মাসে আকস্কিক বদলী জনমনে প্রশ্ন তৈরী হয়েছে।

মানববন্ধন শেষে ইউএনওর বদলীর আদেশ প্রত্যাহারের দাবীতে একটি স্বারকলিপি জেলা প্রশাসকের নিকট প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এদিকে বদলীর আদেশ চিঠি পাওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে বদলী প্রত্যাহারের দাবী সহ তার কর্মকান্ডের প্রশংসা করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,