সারাদেশ

কেরানীগঞ্জে জমি বিরোধে ইলেকট্রনিক্স গুদামে লুটপাট ও অগ্নিসংযোগ

ঢাকার কেরানীগঞ্জে ইলেকট্রনিক্স সামগ্রীর এক ব্যবসায়ীর গুদামে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী রফিকুল ইসলাম।

রবিবার (১৪ সেপ্টেম্বর) আটি এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে রফিকুল অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ তাজিম উদ্দিনসহ কয়েকজন তাঁর গুদামে তালা ঝুলিয়ে মালামাল লুট করে এবং পিকআপভ্যানসহ গুদামে আগুন ধরিয়ে দেয়। এতে এলইডি টিভি, বৈদ্যুতিক সরঞ্জাম ও প্রায় ১৫ লাখ টাকার গাড়ি পুড়ে যায়।

অভিযোগের বিষয়ে তাজিম উদ্দিন বলেন, জমিটি তাঁর মালিকানাধীন এবং সালিশে তিনবার তাঁর পক্ষে রায় এসেছে। লুট বা অগ্নিসংযোগের ঘটনায় তাঁর সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক জানান, বিষয়টি নিয়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দিয়েছে। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,