সারাদেশ

গাঁজাসহ বিএনপি নেতার রুবেল গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি রুবেল হোসেনসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।

এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
আজ (১৫) সেপ্টেম্বর সোমবার সকাল দশ ঘটিকার সময় নওগাঁ শহরের তাজের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের চার নম্বর ওয়ার্ডের কলসা হলুদ ঘর এলাকার চুন্নু খানের ছেলে রুবেল হোসেন (৩৪) তিনি সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি, পাঁচ নম্বর ওয়ার্ডের ইয়ার্ড কলোনি এলাকার মৃত রফিকুল ইসলাম ভোলার মেয়ে ছনি বানু (২৫) এবং নোয়াখালীর মুরাদনগরের মৃত রফিকউল্লাহর ছেলে মমিনুল ইসলাম (৪৩) তার বর্তমানে অবস্থান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মহল্লায়

এ বিষয়ে নওগাঁ জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক আমিরুল ইসলাম বলেন, গোপন সংবাদ মাধ্যমে জানতে পারি ঢাকা কোচের মাধ্যমে গাঁজার বড়ো একটা চালান নওগাঁ শহরে নিয়ে আসা হচ্ছে। বিষয়টি জানতে পেরে ডিবি পুলিশের একটি দল শহরের তাজের মোড় এলাকায় অবস্থান করা হয়। এ সময় মমিনুল তার হাতে থাকা একটি ট্রাভেল ব্যাগ রুবেল হোসেন ও ছনি বানুর কাছে হস্তান্তর করছিলো। এমন সময় আমরা ওই তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করি। এ সময় তাদের ট্রাভেল  ব্যাগের ভিতর থেকে কস্টেপে মোড়ানো ৫ টি প্যাকেটে ৬ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ৩ শত টাকা ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তিনি আরো বলেন, মমিনুল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। আর রুবেল ও ছনি বিভিন্ন জায়গা থেকে মাদক কিনে নিয়ে এসে সান্তাহারসহ আশে পাশের এলাকায় বিক্রি করে থাকে।

এ ঘটনা তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,