সারাদেশ

ভূঞাপুর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান 

খায়রুল খন্দকার টাঙ্গাইল  :টাঙ্গাইলের ভূঞাপুরে সরকারি জমিতে গড়ে ওঠা অনুমোদনহীন “পুষ্ণকলি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” এবং আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)  ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বিদ্যালয়টির কার্যক্রম দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এ কারণে ভবনটি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় এবং সেখানে নিয়মিত মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ড চলছিল। সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে প্রশাসন তৎপর হয় এবং অবশেষে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
এছাড়াও অভিযানের সময় শুধুমাত্র অকার্যকর বিদ্যালয় ভবনটি নয়, আশপাশের অন্যান্য অবৈধ স্থাপনাও ভেঙে ফেলা হয়।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এর মাধ্যমে এলাকাটি অপরাধমুক্ত হবে বলে আশা করছেন তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও পৌর প্রশাসক মোঃ রাজিব হোসেন বলেন, “প্রতিষ্ঠানটির কোনো সরকারি অনুমোদন ছিল না এবং জায়গাটি সরকারি খাসজমি। একাধিকবার নোটিশ দেওয়া হলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। তাই আজ যৌথভাবে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শহরে অবৈধ দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,