কলেজ ছাত্রী জুঁই হত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি

কাউসার আহমেদ টিপু। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রতিনিধি।
নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের লাউর গ্রামের চাঞ্চল্যকর কলেজ শিক্ষার্থী ফারজানা আক্তার জুঁইয়ের হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।
নিহত ফারজানা আক্তার জুঁইয়ের পরিবার ও প্রতিবেশীরা জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তারা লাশ উদ্ধার করার পর অজ্ঞাত ও আসামি দিয়ে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তারা প্রশাসনের কাছে নিহত জুঁই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এব্যাপারে নবীনগর থানার ভার
প্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর ইসলাম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে এটি হত্যাকাণ্ড না অন্যকিছু। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে লাউর গ্রামের নিজ ঘর থেকে নিখোঁজ হন ফারজানা আক্তার জুঁই নামে ওই কলেজ ছাত্রী। সে ওই গ্রামের আবুল হাসনাত রানার মেয়ে। নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় অনেক খুঁজাখুজি করলেও তার কোন সন্ধান মিলেনি। ঘটনার দুই দিন পর শনিবার বাড়ির পাশের পুকুরে স্থানীয় এক ব্যক্তি কচুরিপানা সংগ্রহ করতে গিয়ে একটি ভাসমান লাশ দেখতে পায়। তাৎক্ষণিকভাবে বিষয়টি সকলের নজরে এলে শতশত মানুষ সেখানে জড়ো হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করার পর নিশ্চিত হওয়া যায় এটি নিখোঁজ ফারজানা আক্তার জুঁইয়ের লাশ।