চট্টগ্রাম ১৪ সংসদীয় আসন বিএনপি’র জরিপে ক্লিন ইমেজ রাজনীতিবিদের মধ্যে অন্যতম খন্দকার এম এ হেলাল( সিআইপি)

চট্টগ্রাম জেলা প্রতিনিধি
খন্দকার এম এ হেলাল(সিআইপি) একজন স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ।
যার রাজনীতিতে নেই কোন গ্রুপিং, নেই দলাদলি, নেই সন্ত্রাসীর নির্ভর রাজনীতির আভাস, নেই চাঁদাবাজি নেই টেন্ডারবাজি বা তদবির বানিজ্যর ইঙ্গিত।
তিনি একজন কর্মীবান্ধব নেতা ও মানবিক ও সামাজিক ব্যক্তিত্ব। পরিচ্ছন্ন রাজনীতিবিদের তালিকায় তাঁর নাম এসে যায় সবার আগে।
তিনি দীর্ঘ দুই যুগের কাছাকাছি মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরবের কেন্দ্রীয় কমিটি ও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছায়সেবী সংগঠনের কমিটিতে পদবী সহ পবিত্র মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
তিনি দেশে এবং প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিতে আন্দোলন সংগ্রামে মিটিং মিছিলে অর্থনৈতিকভাবে একজন হাইডিং অর্থ সহযোগিতাকারী ও দলের বিগত দু: সময়ে ত্যাগী নেতাকর্মীদের সাহায্য সহযোগিতা দিয়ে পাশে ছিলেন।
তিনি সৌদি আরব মক্কা প্রাদেশিক বিএনপির সভাপতি ও সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি থাকাকালীন তৎকালীন স্বৈরশাসক আওয়ামী সরকারের রোষানলে পড়েন। অবৈধ সরকার বিরোধী আন্দোলনে দলের দেশের মাঠপর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা করায় ও বক্তিতা, বিবৃতি দেওয়ার কারণে তাঁকে বিশাল ব্যবসা-বাণিজ্য ছেড়ে দেশে ফেরত আসতে বাধ্য করে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার।
তিনি প্রবাসে ও দেশে প্রবাসী বীর রেমিট্যান্স যোদ্ধাদের হয়রানি বন্ধে, অধিকার আদায়ের লক্ষ্যে প্রথম চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড নামের প্রবাসী বান্ধব সংগঠন প্রতিষ্ঠা করে , প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করতে গিয়ে অবৈধ সরকারের রোষানলে পড়েন।
তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির কমিটিতে উপদেষ্টার দায়িত্ব পালন করেন, এবং চন্দনাইশ উপজেলার বিগত আহ্বায়ক কমিটিতে সিনিয়র সদস্যের দায়িত্ব পালন করেন, বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
চন্দনাইশ উপজেলার স্থানীয় জনগণ এই ক্লিন ইমেজ রাজনীতিবিদকে চন্দনাইশ উপজেলা বিএনপির আগামীর আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে দেখতে চান, এবং অনেকেই আগামী সংসদ নির্বাচনে এমপি হিসেবেও প্রার্থী হতে অনুরোধ করছেন।