শাকিবের পথেই কি হাঁটছেন বুবলী

ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এ অভিনেত্রী। সেখানে মাসখানেকেরও বেশি সময় ধরে অবস্থান করেছেন শাকিব খানও। এ দুই তারকা সম্পর্কে স্বামী-স্ত্রী। যদিও শাকিব বছর দুয়েক আগে মিডিয়ায় বলেছেন, বুবলীকে তিনি ‘ডিভোর্স’ দিয়েছেন। করেছেন নায়িকাকে নিয়ে বিষোদগারও। কিন্তু বুবলীর ছিল উলটো রথের যাত্রী। শাকিবের সঙ্গে তার সব সময় ‘সুসম্পর্ক’ রয়েছে, এমনটাই দাবি তার। সেসব এখন অতীত। বর্তমানে এ দুই তারকার মধ্যে যে সুসম্পর্ক রয়েছে, তা যুক্তরাষ্ট্রে ছেলে বীরকে নিয়ে তাদের একসঙ্গে অবস্থানই বোঝা যায়। শাকিব দিনকয়েক আগে দেশে ফিরেছেন বলে জানা গেছে। তবে আগের মতো তাকে কেউ ‘এয়ারপোর্টে রিসিভ’ করতে যায়নি বলে তার আসার কোনো আওয়াজও হয়নি। সত্যিই কী তিনি দেশে এসেছেন, এমন প্রশ্নও রয়েছে কারও কারও মনে। শাকিব দেশে আসুক আর না আসুক, বুবলী কিন্তু এখনো রয়ে গেছেন আমেরিকায়। সঙ্গে আছে ছেলেও। নিয়মিত সোশ্যাল মিডিয়ায় তাদের একান্ত ছবি ও রিলস ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করছেন তিনি। এসব ভিডিওতে মা-ছেলের খুনসুটিও ধরা পড়ে, যা ভিডিও করে দেন শাকিব খান।
প্রায় দুমাস ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বুবলী। তাই অভিনয় থেকে খানিকটা দূরে। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে শাকিব-বুবলী সম্পর্কের পুনর্জাগরণের রহস্য কী? জানা গেছে, গ্রিনকার্ডের জন্য তাদের এক হওয়া। অনেক আগেই আমেরিকার গ্রিনকার্ড পেয়েছেন শাকিব। বুবলী সন্তানসহ আমেরিকার স্থায়ী আবাসের অনুমতির জন্য আবেদন করেছেন। যে কারণে নিয়ম অনুযায়ী তাদের সেখানে বেশ কয়েক মাস বসবাস করতে হবে। তাহলেই মিলবে গ্রিনকার্ড। এ জন্যই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে দূরত্ব ঘুচিয়ে এক হয়েছেন শাকিব, এমনটাই জানা গেছে। তবে এ প্রসঙ্গে অভিনেত্রী কোনো কথা বলেননি।
এদিকে বুবলীকে সর্বশেষ দেখা গেছে ‘জংলি’ নামে একটি সিনেমায়। এটি মুক্তি পেয়েছে গত ঈদুল ফিতরে। ঈদের নায়িকা হিসাবে তার আলাদা একটি গ্রহণযোগ্যতা রয়েছে। কারণ, অভিষেক সিনেমা থেকে শুরু করে টানা কয়েক বছর ঈদে তার অভিনীত সিনেমা মুক্তি পাচ্ছে। তবে গত কুরবানির ঈদে তার অভিনীত কোনো সিনেমা মুক্তি পায়নি। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার তিন সিনেমা। এগুলো হলো জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’, রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাশেদা আক্তার লাজুকের ‘শাপলা শালুক’। এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘আশা করছি সিনেমাগুলো চলতি বছরে মুক্তি দেবে প্রযোজনা প্রতিষ্ঠান। সিনেমার গল্প ভালো, তাই সাফল্য নিয়ে আমি আশাবাদী।’ এদিকে বুবলী প্রথমবার মডেল হয়েছেন একটি মিউজিক ভিডিওতে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগেই এর কাজ করে গিয়েছিলেন। ‘ময়না’ শিরোনামের ভিডিওটি অন্তর্জালে মুক্তির পর ভিন্নরূপে বুবলীকে দেখে অনেকেই প্রশংসা করেছেন। আসিফ ইকবালের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। আর মিউজিক ভিডিওটির পরিচালনার দায়িত্বে ছিলেন তানিম রহমান অংশু।
২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমা দিয়ে ঢালিউডে পথচলা শুরু এ নায়িকা ক্যারিয়ারের ৯ বছরের মাথায় নতুন এক পরিচয় নিজের নামের সঙ্গে যুক্ত করেছেন। হয়েছেন প্রযোজক। গড়ে তুলেছেন ‘বিগ প্রোডাকশন’ নামে একটি প্রযোজনা সংস্থা। এ প্রতিষ্ঠান থেকে মিউজিক ভিডিও, নাটক, স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হবে-এমনটা জানিয়েছেন এ অভিনেত্রী। বুবলী বলেন, ‘প্রায় এক দশকের ক্যারিয়ারে অনেক প্রোডাকশন হাউজের সিনেমায় অভিনয় করেছি। সে অভিজ্ঞতা থেকেই বিগ প্রোডাকশনের ভাবনা। এ প্রতিষ্ঠানের সঙ্গে অনেক মেধাবী ও অভিজ্ঞ মানুষ যুক্ত হচ্ছেন। আমি সব সময় মানসম্পন্ন কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছি। প্রযোজক হিসাবেও চাইব ভালো কাজ উপহার দিতে।’ জানিয়েছেন, তার প্রযোজনায় নির্মিত কাজগুলোতে প্রতিষ্ঠিত অভিনয়শিল্পীরা তো থাকবেনই, পাশাপাশি নতুন শিল্পীদের নিয়েও বিশেষ ভাবনা আছে। অভিনেত্রী বলেন, ‘আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। এখানে প্রতিষ্ঠিত কলাকুশলীদের পাশাপাশি নতুনরাও থাকবেন। অনেকে হয়তো ভালো কাজ করেন, কিন্তু নতুন হওয়ার কারণে বড় কোনো কাজে সুযোগ পাচ্ছেন না। সেই শিল্পীদের নিয়ে কাজ করতে চাই।’