বিনোদন

এফডিসির সেই খোরশেদের পাশে দাঁড়ালেন চিত্রনায়িকা ববি

প্রায় পাঁচ দশক ধরে এফডিসির সঙ্গে যুক্ত ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। তার শিল্প-নির্দেশনায় ফুটে উঠেছে শোবিজের অসংখ্য সোনালি মুহূর্ত। আজ তিনি ঝলমলে আলোকে বিদায় জানিয়ে চলে যাচ্ছেন আপন ভিটাবাড়িতে।

জানা গেছে, দীর্ঘ ৪৭ বছর ধরে এফডিসিতে শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম।

বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো নয়। তাই প্রিয় কর্মস্থল এফডিসি ছেড়ে ফিরতে চান জন্মস্থানে। এরই মধ্যে তার পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ফিল্ম ক্লাব, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি ও নির্মাণাধীন ‘তছনছ’ সিনেমার টিম। এবার পাশে দাঁড়ালেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববিও।
ববি বলেন, ‘তিনি আমাদের অসংখ্য সিনেমার নেপথ্যে ছিলেন। গোটা জীবন এফডিসিতে দিয়েছেন। তার বিদায়ের দিনে নিজ অবস্থান থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তার পাশে দাঁড়াতে পেরে ভীষণ ভালো লাগছে।

আশা করি, চলচ্চিত্রের অন্যরাও তার পাশে দাঁড়াবে।’ 

এদিকে চলচ্চিত্র সাংবাদিকরা খোরশেদ আলমকে নিজ বাড়িতে সসম্মানে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছেন। সেই উদ্যোগের অংশ হিসেবেই এফডিসিতে হতে চলেছে তার বিদায় সংবর্ধনা। আগামীকাল বুধবার বিকেল ৫টায় তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় দেবেন সাংবাদিক ও চিত্রকর্মীরা।

এই আয়োজনের নেপথ্যে রয়েছেন সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া ও সিনেমা নির্মাতা গাজী মাহবুব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

বিনোদন

শাকিবের ‘দরদ’ নিয়ে যা বললেন অপু বিশ্বাস

বাংলাদেশসহ ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘দরদ’। গেল পাঁচ বছরে কোনো উৎসব ছাড়া মুক্তি পেত না
Uncategorized বিনোদন

বাংলার প্রাচীন লোক ঐতিহ্য মশাল উৎসব

ফারিয়াজ ফাহিম জামালপুর। গতকাল বাংলা কার্তিক মাসের শেষ দিন ছিলো। আগে গ্রামে এই দিনের সন্ধ্যা বেলায় মশাল জ্বালানো উৎসব হত।