রায়পুর সরকারি কলেজের অসচ্ছল শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা যোবায়েরুল ইসলাম

মাহমুদ সানি, রায়পুর ( লক্ষ্মীপুর)প্রতিনিধি:লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়ার পক্ষ থেকে রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব যোবায়েরুল ইসলাম চৌধুরী অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।
গত দুই দিন ধরে তিনি কলেজের ৮ জন শিক্ষার্থীর দুয়ারে গিয়ে নিজ হাতে সামান্য নগদ অর্থ উপহার দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আমি সর্বদা আপনাদের পাশে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আগামীতেও আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
এ বিষয়ে রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেডএম নাজমুল ইসলাম মিঠু বলেন, “ছাত্রদের পাশে দাঁড়ানোই একজন ছাত্রনেতার প্রকৃত দায়িত্ব। যোবায়েরুলের এই মানবিক উদ্যোগ তরুণ রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত।”
কলেজের প্রাক্তন অধ্যক্ষ আমানত হোসেন দিদার বলেন, “অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো মহৎ কাজ। সমাজের অন্যান্য সংগঠন ও ব্যক্তি উদ্যোগেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।”
রায়পুরের বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী ইব্রাহিম খান বলেন, “আমাদের সন্তানরা যাতে অর্থাভাবে পড়ালেখা থেকে ঝরে না পড়ে, সেদিকে সবার খেয়াল রাখা জরুরি। যোবায়েরুলের এই উদ্যোগ তরুণ সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”
যোবায়েরুল ইসলাম সকলের নিকট শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বলেন, “শিক্ষা একটি জাতির মূল ভিত্তি। এই ভিত্তি মজবুত করতে আমাদের সকলকে সহযোগিতার হাত বাড়াতে হবে।”