সারাদেশ

মাদারীপুরে ইয়াবা এবং হিরোইনসহ ৩জন  মাদক ব্যবসায়ী গ্রেফতার 

সাব্বির হোসাইন আজিজ, মাদারীপুরঃ মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন থেকে মাদকদ্রব্যসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। আজ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে দীর্ঘদিন ধরে অসিম মাদবর কতিপয় লোকদেরর নিয়ে মাদক ব্যবসা করে আসছে। এমন তথ্যের ভিত্তিতে  তথ্য প্রযুক্তির ব্যবহার করে উপজেলার পাঁচখোলা এলাকার ডিএসপি রোডের অসিম মাদবরের শশুর বাড়িতে অভিযান চালিয়ে অসিম মাদবর(৫২) ও আরমান মাতুব্বর (২৬) এবং সজিব মুন্সি (৩০)কে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে ৫০ পিছ ইয়াবা ও ২৫ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। আটককৃত অসীম সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন জৈনিক হেলাল উদ্দিন মাদবরের ছেলে। আরমান একই এলাকার চুন্নু মাদবরের ছেলে। সজীব একই উপজেলার ছিলারচর ইউনিয়নের নয়াকান্দী এলাকার জালাল মুন্সির ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ ৩জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে অসিম মাদবরের নামে মাদকসহ ০৮ টি মামলা রয়েছে। আরমান মাতুব্বর (২৬) এর নামে  মাদকসহ ১৪টি মামলা রয়েছে। গ্রেফতারকৃতের
হেফাজত হতে ইয়াবা ও হেরোইন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত  মাদক ব্যবসায়ীরা স্বীকার করে যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবত মাদারীপুর জেলার বিভিন্ন এলাকায়  মাদকের ব্যবসা করে আসছে। মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,