খেলাধুলা

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু আজ, প্রতিপক্ষ কারা

চার বছর পর গত ৩০ সেপ্টেম্বর ভারতে শুরু হয়েছে ওমেন্স ওয়ানডে বিশ্বকাপ। আজ (বৃহস্পতিবার) প্রথম ম্যাচ খেলার মধ্য দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ নারী দলের।

বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাকিস্তান। আজ বিকাল সাড়ে ৩টায় শ্রীলংকার রাজধানী কলোম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

৭ অক্টোবর ভারতের গুয়াহাটিতে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড।

১০ অক্টোবর গুয়াহাটিতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

১৩ অক্টোবর ভারতের ভিশাখাপত্তনমেতে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

১৬ অক্টোবর ভারতের একই ভেন্যুতে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

২০ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা।

২৮ অক্টোবর বাংলাদেশ খেলবে বিশ্বকাপের এবারের আসরের স্বাগতিক ভারতের বিপক্ষে।

বিশ্বকাপ মিশন শুরুর আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেছেন, ‘আমরা মানসিকভাবে অনেক কাজ করেছি। আমাদের দলে ম্যাচ জেতানোর মতো সামর্থ্য আছে। তবে সেই বিশ্বাসটাই তৈরি করতে হতো। গত ১২ মাসে আমরা সেই বিশ্বাস তৈরিতে কাজ করেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা ভালো খেলেছি, কিন্তু ম্যাচ জিততে পারিনি। কয়েকটা ম্যাচ খুব কাছাকাছি ছিল। এরপর আমরা ভেবেছি কীভাবে খেললে জয় আসবে। কোয়ালিফায়ারের পর থেকেই আমরা মানসিক ও শারীরিকভাবে অনেক পরিশ্রম করেছি।’

ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং তিন বিভাগেই ভালো করতে চায় বাংলাদেশ। এমনটি জানিয়েছেন অলরাউন্ডার রাবেয়া খান বলেন, ‘আমরা সবাই সবার রোলটা ভালোভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করব। এখানে আসার পর ওয়েদারসহ সবকিছুই ভালোভাবে যাচ্ছে। আমরা ভালোভাবে প্র্যাকটিস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি। ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলাধুলা

সরকারি আশেক মাহমুদ কলেজ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফারিয়াজ ফাহিম জামালপুর জামালপুরে সরকারি আশেক মাহমুদ কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পেনাল্টি শুট আউটে ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি
খেলাধুলা

সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন তিন নারী ফুটবলারকে গণসংবর্ধনা

মোঃ খলিলুর রহমান, সাতক্ষীরা :: সাতক্ষীরায় সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন, ডিফেন্ডার মাছুরা পারভীন ও ডিফেন্ডার আফঈদা