সারাদেশ

খুলনা বিভাগীয় কমিশনারের পূজা মণ্ডপ পরিদর্শন

এম জালাল উদ্দীন:খুলনা

চলমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার খুলনা, নড়াইল ও মাগুরা জেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। বুধবার(১ অক্টোবর) দিনব্যাপী তিনি এসব জেলায় পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার মণ্ডপ পরিদর্শনকালে বলেন—
আমরা সবাই বাঙালি, আমাদের শক্তি ঐক্যে। পূজা উদযাপন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের উৎসব। তাই আসুন, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করি।

তিনি আরও বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এখানে সাম্যের, ভ্রাতৃত্বের এবং সামাজিক সম্প্রীতির বার্তা নিহিত আছে। এই ঐক্যের ধারা আমাদের আরও সুদৃঢ় করতে হবে।

এ সময় বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছ থেকে সার্বিক আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন। তিনি নিরাপত্তা ব্যবস্থাসহ মণ্ডপে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বিভাগীয় কমিশনার এর এ পরিদর্শনে খুলনা, নড়াইল ও মাগুরার স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে তিন জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মণ্ডপগুলোতে সজ্জিত প্রতিমা, আলোকসজ্জা ও ভক্তদের আগমনে চারপাশে তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,