সারাদেশ

পলাশবাড়ীতে ৪৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ স্বামী স্ত্রী আটক 

আশরাফুল ইসলাম গাইবান্ধা ::
গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর শহরের উদয়সাগর গরামে মাদকবিরোধী অভিযানে ৪৪ বোতল ফেন্সিডিলসহ সুমন সরকার (৪৫) ও তার স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৩৮) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম।
২ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পলাশবাড়ী পৌর শহরের উদয় সাগর এলাকায় বসতবাড়ীতে অভিযান চালিয়ে এ দম্পতিকে আটক করা হয়। এসময় সুমনের স্ত্রীর ছোট বাচ্চা থাকায় স্থানীয়রা তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের গাড়ী হতে নেমে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফেন্সিডলসহ তাদের আটক করে নিয়ে যায় ডিএনসি’ টিম ।
আটককৃত সুমন সরকারের পলাশবাড়ী পৌরসভার উদয় সাগর গ্রামের চান মিয়া ছেলে এবং আঞ্জুয়ারা বেগমের  তালেব উদ্দিনের কন্যা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গাইবান্ধা টিম জানায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,