নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং জেলা ছাত্রদলের নির্দেশনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপ পরিদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক তাকিউল ইসলাম, গোকর্ণ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক চৌধুরী ডালিম, কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক নিজাম আলম, কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ তপু, চাপড়তলা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, গুনিয়াউক ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন আহমেদ, উপজেলা ছাত্রনেতা মাতিনুল হক শাকিল, হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সৈয়দ সাকিব, ছাত্রনেতা রুবেল, যুবনেতা রাসেল মিয়া প্রমুখ।
এছাড়াও উক্ত পরিদর্শনে উপস্থিত ছিলেন তরুণ সংগঠক বখতিয়ার উজ্জামান গালিব। তিনি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের শুভেচ্ছা জানান এবং ঐক্যবদ্ধ হয়ে দেশবিরোধী অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান।
ছাত্রনেতারা এসময় বলেন—
“আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আগামীর বাংলাদেশ হবে সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশী। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে একসাথে বসবাস করতে চাই। উপজেলা ছাত্রদলের অধীনস্থ সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সর্বদা সজাগ দৃষ্টি রেখেছে যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।”




