রায়পুরে যর্থাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন বিজয় দিবস

মাহমুদ সানি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
রায়পুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ।
রায়পুর ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসে কার্যত্রুম শুরু হয়ে।
উপজেলা পরিষদ চত্বরে বিজয় স্তম্ভে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে সকল শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান ,রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভূঁইয়া, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ।
সকাল ১১টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: ইমরান খান এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাজহারুল ইসলাম এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারসহ প্রমূখ।