সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শীতার্ত মানুষের পাশে যুব কল্যাণ  নামে সেচ্ছাসেবী সংগঠন।

বেলাল হোসেন  ঠাকুরগাঁও :
ঠাকুরগাঁওয়ে অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড়ভাঙ্গা হাই স্কুল মাঠে আমেরিকান নাগরিক মারলেনে ভিলাসিন মাইরা নামে এক নারীর অর্থায়নে ফারুক হোসেনের মাধ্যমে পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনের সহযোগীতায় ওই এলাকার দেড় শতাধিক পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনের সদস্যরা জানান, মানবতার কল্যাণে এই সংগঠনের পথচলা। অসহায় দুস্থ্য মানুষদের পাশে দাঁড়াচ্ছে। প্রতি বছর অসহায় শীতার্ত মানুষের জন্য গরম কাপড় বা কম্বল বিতরণ করে আসছে সংগঠনটি। সকলকে সাথে নিয়ে সব সময় মানুষের পাশে থাকতে চায় সংগঠনটি।
আর আমেরিকান নাগরিকের অর্থায়ন প্রদানকারির মাধ্যম ফারুক হোসেন জানান, পাহাড়ভাঙ্গা যুব কল্যাণ সংগঠনে মানুষের পাশে থেকে কাজ করছে। এ সংগঠনের মাধ্যমে অনেকেই সহায়তা করছেন এলাকার দরিদ্রদের। আগামীতে এ ধরনে সহায়তা অব্যাহত থাকলে গরীব অসহায় মানুষ উপকৃত হবে।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং