সারাদেশ

সিরাজগঞ্জে ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির ভোট কেন্দ্রের সেন্টার কমিটি গঠন

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ.
সিরাজগঞ্জের ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে বিএনপির ভোট কেন্দ্রের সেন্টার কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে বনবাড়িয়া ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ একাব্বার আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান তারেক, ৯ নং কালিয়া হরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু এবং মোঃ মনির হোসেন খান মনির।
বক্তারা বলেন, দলের প্রতিটি কর্মীকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত হতে হবে। তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র মোঃ নূর নবী তালুকদার, মোঃ রেজাউল করিম,পলাশসহ ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে ভোট কেন্দ্রভিত্তিক সেন্টার কমিটি ঘোষণা করা হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,