শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়ের একাত্মতা ঘোষণা

আলফাজ মামুন নুরী
কক্সবাজার প্রতিনিধি
২০% বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ঢাকা প্রেসক্লাবের সামনে সম্মানিত শিক্ষকদের শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে শিক্ষক সমাজের ওপর লাঞ্ছনা, অপমান ও ন্যাক্কারজনক হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কক্সবাজারের বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, শিক্ষকদের ওপর এ ধরনের আচরণ অমানবিক ও দুঃখজনক। তারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কারিগর, অথচ তাদের মর্যাদা ক্ষুণ্ণ করা সভ্য সমাজে কখনোই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে আরও বলা হয়, শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় সারাদেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান কর্মবিরতি কর্মসূচিতে পূর্ণ সমর্থন জানাচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয়ের নিজস্ব ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি তুলে ধরা হয়েছে, যেখানে শিক্ষক সমাজের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশ করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত শিক্ষকদের ওপর হামলায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।