সারাদেশ

সিদ্ধিরগঞ্জে রাতের আধারে গুড়িয়ে দিলো চলাচলের পাকা রাস্তা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের অন্ধকারে আট ফুট প্রসস্থের প্রায় ৫০ মিটার দৈর্ঘের পাকা রাস্তার কার্পেট ভেঙে গুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে। এতে ঐ রাস্তা দিয়ে চলাচলকারী প্রায় দশটি পরিবারের যাতায়াত ব্যহত হওয়ায় তারা পড়েছেন বিপাকে।
স্থানীয়দের অভিযোগ, শনিবার দিবাগত রাতের কোন এক সময় মিজমিজি উত্তরপাড়া কাঠের পুল (মতিন সড়ক) এলাকায় ঐ রাস্তাটি মাহমুদুল হাসান, আনাস ও মোক্তার নামে তিন ব্যক্তি ভাঙচুর করে তছনছ করে ফেলেছে। ভাঙচুর করা রাস্তাটির আশেপাশে অভিযুক্তদের কোন জমিও নেই। তবে তারা জমি বেচা-কেনার কাজ করে থাকে। পূর্বে আওয়ামী লীগের সময় থেকেই স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের যোগসাজসে তারা জমির কাজ করে আসছে।
ঐ এলাকার বাসিন্দা মোক্তার হোসেন বলেন, অভিযুক্তরা রাতের অন্ধকারে লেবার নিয়ে এসে রাস্তা ভেঙে গুড়িয়ে দিয়েছে। পরে জানতে পারি দেশে চলমান ভূমি জরিপে পাশের জমির মালিকের জমি বেশি দেখানোর জন্যই এই ভাঙচুর করা হয়েছে।
শেফালী বেগম বলেন, বিগত আটাশ বছর যাবৎ এই রাস্তা আমরা ব্যবহার করে আসছি। জরিপে বেশি জায়গা দেখানোর জন্য তারা রাস্তাটি ভেঙে ফেলেছে।
আব্দুর রহিম বলেন, আমি এখানে ২০০৯ সালে জমি ক্রয় করেছি। এরপর থেকেই আমি এই রাস্তাটি ব্যবহার করছি। যেহেতু এখানে বসতবাড়ি আছে, মানুষ চলাচল করে, এভাবে রাতের অন্ধকারে রাস্তা ভাঙ্গা ঠিক হয়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমি কাউন্সিলর থাকাবস্থায় সকলের সহযোগীতায় সিটি কর্পোরেশনের মাধ্যমে রাস্তাটির পাকাকরণ করা হয়। শুনেছি এলাকার কয়েকজন মিলে রাতের আধারে রাস্তাটি ভেঙে ফেলেছে। এতে ঐ রাস্তা দিয়ে চলাচলকারীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত মাহমুদুল হাসান বলেন, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আমাকে ফাশানোর জন্য একটি মহল উঠে পরে লেগেছে। আমি কোন সিটিকরপোরেশনের রাস্তা রাতে ভাঙচুর করি নাই। তারা তাদের লোক জন দিয়ে রাতের আধারে রাস্তা ফেলে দেয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,