সারাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
এ কর্মসুচীর উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (ভার:) ডা: তানজিরুল ইসলাম রায়হান। এ সময়, উপজেলা শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এমটিইপিআই আনোয়ার হোসেন, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী, হিসাবরক্ষক আব্দুল লতিফ, স্বাস্থ্য সহকারী মো. শহীদুল ইসলাম, রিপা আক্তার, শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শুব্রত চক্রবর্ত্তী বলেন, রোগ প্রতিরোধ করতে পারলে স্বাস্থ্যের ওপর চাপ কমানো যায়। আমাদের এখন সবচেয়ে বড় লক্ষ্য রোগ প্রতিরোধে কাজ করা। যত বেশি মানুষ, বিশেষ করে শিশুদের প্রতিরোধমূলক টিকার আওতায় আনা যাবে, ততই হাসপাতালে ভিড় ও চাপ কমবে।
ডা: তানজিরুল ইসলাম রায়হান বলেন, এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলার স্কুল পর্যায়ের শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের টাইফয়েড রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হবে। স্কুল শিক্ষার্থী ছাড়াও যাদের বয়স ৯ মাস থেকে ১৫ বছরের কম তাদেরকে নির্ধারিত প্রতিটি টিকা কেন্দ্রে টাইফয়েডের টিকা প্রদান করা হবে। জন্মসনদ না থাকা শিশুরাও টিকা দিতে পারবে। দুর্গাপুর উপজেলায় এবার ৭২ হাজার শিশুকে এ টিকার দেয়ার টার্গেট রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,