চিলমারীতে মিথ্যা মামলায় আটক জেলের মুক্তির দাবিতে মানববন্ধন

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “মিথ্যা মামলায় আটক জেলে রবীন্দ্রচন্দ্র ও গোবিন্দ্র চন্দ্রের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার, জেলে হয়রানি বন্ধ এবং জেলেদের ভাতা বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জেলেদের পরিবার ও এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ই অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার রমনা ইউনিয়নে, জোড়গাছ পুরান বাজার মাঝিপাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে, ভুক্তভোগী জেলে সম্প্রদায়ের সদস্যরা মৎস্যজীবি দলের সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন পালন করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রবীন্দ্র চন্দ্রের (আটক জেলের) স্ত্রী আলো রাণী বলেন, আমার স্বামীক যেন তারাতাড়ি ছারি দেয়, হামার সংসারে তাই একমাত্র আয়ের মানুষ। একখ তাই জেলে থাকায়, ছাওয়া-পোয়া নিয়ে না খায়া আচি। এলা হামার সংসার কাই চলায়। নদীত একদিন মাচ না ধরলে হামার সংসার চলে না বলে জানান তিনি। গোবিন্দ্র চন্দ্রের স্ত্রী পুতুল রাণীও বলেন, হামার স্বামীক ধরি নিয়ে যায়া জেলোত ধুচে। এখন সংসার চলা, কিস্তির টেকা আর জামিনের টেকা কডে থাকি জোগাড় করি এলা। নদীতে মাচ ধরা কি অপরাধ, পুলিশ হামার জেলেদের দেখতে পারে না। প্রশাসনের হয়রানি থেকে হামরা গুলে কেমন করি মুক্তি পামো বলে জানান তারা। এ বিষয়ে চিলমারী উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আমজাদ হোসেন বলেন, জেলেদের কষ্টের কথা কেউ ভাবে না। সরকারি বরাদ্দের ২৫কেজি চাল দিয়ে কি ভাবে ৪-৫ জনের পরিবার ২২দিন চলবে, তাতে আবার তেল-ডাল, লবণ ও, সবজি কে কিনে দেবে। জেলেরা তো মাসিক কোন বেতন পায় না। তিনি অবিলম্বে আটককৃত জেলেদের মুক্তির দাবি জানান। এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান বাবু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবু ওবাইদুর খাজা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবু সাইদ হোসেন পাখি, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক তাইবুর রহমান, সাবেক যুবনেতা ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বকুল, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আমিমুল এহসান জাকী, বিএনপি নেতা আকিবুর রহমান আকাসহ আরও অনেকে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।