ঝিনাইদহ কোটচাঁদপুরে ৫০০ কৃষক পেল বিনামূল্যে বীজ ও সার

মোঃ হামিদুজ্জামান জলিল স্টাফ রিপোর্টার
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি (লাউ, বেগুন, মিষ্টি কুমড়া,শসা) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৫ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। বিকাল ৩ টার সময় উপজেলা কৃষি অফিসারের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ২ শত কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং পর্যায়ক্রমে বাকি ৩ শত কৃষককে দেয়া হবে বলে জানান কৃষি অফিসার।
বীজ সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করেন উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জাহিদ হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার নাজমুল সাকিব, উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ বাশার। খুলনা বিভাগীয় প্রেসক্লাব কোটচাদপুর উপজেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামান সিদ্দিক
এ সময় উপসহকারী কৃষি অফিসার প্রান্তিক কৃষক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।