সাবেক উপজেলা চেয়ারম্যান’র জানাজায় মানুষের ঢল

মো,জায়েদ হোসেন,দশমিনা উপজেলা প্রতিনিধি
অন্তবর্তীকালীন সরকার কর্তৃক অপসারণকৃত পটুয়াখালীর দশমিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন হাওলাদারের জানাজায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ঢল নামে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও বেলা সাড়ে ১১টায় এসএ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় জানাজা এবং বাদ আসর যৌতা এলাকায় চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা মুগদা মেডিকেল কলেজ হাসপাতল মাঠে সোমবার রাত ১০টায় প্রথম জানাজা শেষে নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে দশমিনায় নিয়ে আসেন। নিহত উপজেলা চেয়ারম্যার উপজেলার আলীপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের বড় ছেলে।
পারিবারিক পারিবারিক সূত্রে জানা যায়, গত বুধবার বিকাল সাড়ে ৪টায় মতিঝিল এলাকায় শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পরলে স্বজনরা আল্লাহ কারিম ক্লিনিক নিয়ে ভর্তি করেন। তার শাররিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত্যু বরন করেন। পরে ওই রাত ১০টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল মাঠে প্রথম জানা শেষে অ্যাম্বুলেন্স যোগে নিহতে লাশ দশমিনায় নিয়ে আসেন। এরপরে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় ও এসএ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় এবং যৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়েে মাঠে চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হবে বলে নিহতের পরিবারবর্গ জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছে প্রায় ৫০ বছর। তিনি মা-বাবা, দুইভাই, তিনবোন, স্ত্রী ও দুইকন্যা সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও গণমাধ্যমকর্মী গভীর শোক এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।