সারাদেশ

সলিমপুরের সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনীর শাস্তির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রিয় সাংবাদিকবৃন্দ…
গত ০৪/১০/২০২৫ইং তারিখে ভোর ৪-৫ ঘটিকার সময় জঙ্গল সলিমপুর আলী নগর এলাকায় সশস্ত্র সন্ত্রাসী রোকন উদ্দিন বাহিনী ও তার ভাড়া করা দেশের বিভিন্ন প্রান্তের অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাকায় নির্বিচারে গুলিবর্ষনসহ দেশীয় অস্ত্র দিয়ে নিরিহ এলাকাবাসীর ঘরবাড়িতে হামলা চালায়। হামলার ভয়াবহতা দেখে ভোরে ফজরের নামায পড়তে যাওয়া ধর্মপ্রাণ মুসল্লিরা আতঙ্কিত হয়ে পরেন। সেই সময় এলাকাবাসীর জানমালের নিরাপত্তার বিষয়টি অনুভব করে মসজিদের মাইক থেকে ঘোষনা আসে এলাকায় ডাকাত ঢুকেছে। মাইকের শব্দে ঘুম থেকে সাধারণ জনগণ জেগে উঠে। ঐক্যবদ্ধ এলাকাবাসীর প্রতিরোধের মুখে সশস্ত্র সন্ত্রাসীদের ১৫জন সদস্য আটক হয়। পরবর্তীতে আটক হওয়া সন্ত্রাসীদেরকে সীতাকুন্ড মডেল থানা পুলিশের কাছে এলাকাবাসী হস্তান্তর করেন।
দীর্ঘদিন ধরে রোকন উদ্দিন বাহিনীর জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে উঠেছে ১০নং সলিমপুর ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনগণ। রোকন বাহিনীর সন্ত্রাসী কার্যকলাপের ফলে সব সময় এলাকাবাসী আতঙ্কে থাকে। আজকের বিক্ষোভ ও মানববন্ধন থেকে ১০নং সলিমপুর ইউনিয়নে বসবাসকারী সাধারণ জনগণের একটাই দাবী সন্ত্রাসী রোকন উদ্দিনের শাস্তি চাই। অনতিবিলম্বে তাকে দেশের আইন শৃংখলা বাহিনীর মাধ্যমে দ্রুত গ্রেফতার করা হোক।
সম্প্রতি সংবাদ সংগ্রহ করতে আসা বেসরকারী টেলিভিশন এখন টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ হোসেন ও ক্যামেরা পার্সন পারভেজের উপড় সন্ত্রাসী হামলার প্রতিবাদও জানাচ্ছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,