শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাইলেজেশন করার উদ্দেশ্যে শ্যামনগরে প্রমোটের সভা

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিটাইলেজেশন করার উদ্দেশ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বৃহস্পতিবার(১৬ অক্টোবর) শিক্ষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশন।
নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও আইসিটি শিক্ষকের অংশগ্রহণে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ (তেজারত)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের প্রধান সমন্বয়কারী মোঃ আব্দুস ছোবাহান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমানের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওয়াবেঁকী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জুলফিকার আল মেহেদি লিটন, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জী, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান মিঠু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ, প্রমোট বাংলাদেশ ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
জানা যায়, প্রতিটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের ডিজিটাল হাজিরা, ডায়নোমিক ওয়েবসাইট তৈরী, অনলাইনে রেজাল্ট প্রকাশ, উপস্থিত ও অনুপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকদের নিকট এসএমএস পাঠানো সহ অন্যান্য ক্ষেত্রে ডিজিটাইলেজেশন করার উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।