সারাদেশ

সান্তাহারে বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ গতকাল বুধবার বেলা সাড়ে তিন ঘটিকার সময় ঢাকার ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
৯৬ বছর বয়সী আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ বার্ধক্য জনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২ ছেলে ৪ মেয়ে, নাতি নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিবিদকে আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে শেষ বারের মতো শ্রদ্ধা জানানো হয়।

পশ্চিম বগুড়ার কৃতি সন্তান আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদ ছাত্র জীবন থেকেই রাজনীতি, সংগ্রাম ও বিভিন্ন সংগঠনের সাথে নিজেকে সম্পৃক্ত করে রেখেছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ছিলেন একাধারে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উত্তর বঙ্গের সাবেক গভর্নর, সাবেক সংসদ সদস্য এবং দীর্ঘ দিন তিনি নিষ্ঠার সাথে আদমদীঘি উপজেলা আ’লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন আদমদীঘি উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে ও তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে গেছেন। আমৃত্যু তিনি সান্তাহার জামিয়া আরাবিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করেছেন।

প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব কছিম উদ্দিন আহম্মেদের প্রথম নামাজে জানাজা  আজ বাদ যোহর সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয় মাঠে এবং দুপুর তিনটার সময় নিজ গ্রাম ছাতনী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষ তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজার নামাজে দলমত নির্বিশেষে সকল শ্রেণি পেশার প্রায় সহস্রাধিক মুসলমান অংশ গ্রহণ করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,