সারাদেশ

চৌগাছায় মোটরসাইকেল চালকের করুণ মৃ*ত্যু

স্টাফ রিপোর্টার – মেহেদী হাসান শিপলু

বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর চরম মূল্য দিতে হলো যশোরের চৌগাছার এক যুবককে। দ্রুতগতির বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় সাগর হোসেন (১৮) নামের ওই তরুণ মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাশিলা-তারিনিবাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা উত্তরপাড়া মহল্লার শহিদুল ইসলাম ও সাফিয়া বেগমের সন্তান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সাগর হোসেন বৃহস্পতিবার সকালে তার এপাচি আরটিআর ১৫০ সিসি (নম্বর: যশোর ল-১২-২৮০৮) মোটরসাইকেল নিয়ে চৌগাছার দিকে যাচ্ছিলেন। জানা গেছে, তিনি শুরু থেকেই অত্যধিক গতিতে বাইক চালাচ্ছিলেন। তারিনিবাস মহল্লার মজনুর রহমানের বাড়ির কাছাকাছি পৌঁছাতেই তিনি নিয়ন্ত্রণ হারান এবং বাইকটি সজোরে রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের সঙ্গে ধাক্কা খায়।

এই ভয়াবহ সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং চালক সাগর গুরুতরভাবে জখম হন। আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানোর সময় পথেই তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে বিকেল চারটার দিকে তার মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে।

এলাকাবাসীর ভাষ্য, সাগর হোসেন এলাকায় সব সময় বেপরোয়াভাবে বাইক চালাতেন, এমনকি পরিবার থেকেও তাকে বহুবার সতর্ক করা হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, সড়কে ওঠার পর থেকেই তিনি উড়ন্ত গতিতে বাইক চালাচ্ছিলেন, যার ফলস্বরূপ এই দুর্ঘটনা ঘটে।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,