পিরোজপুরে জাতীয় পার্টির উপজেলা দিবস পালিত

পিরোজপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির উপজেলা দিবস উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় জাতীয় পার্টি (এরশাদ) পিরোজপুর জেলা শাখার আয়োজনে শহরের সিআই পাড়া সড়কে জাতীয় সাংবাদিক সংস্থা‘র অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠত হয়। সভায় জাতীয় পার্টি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব মো. বশির আহম্মেদ হাওলাদার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সদস্য তৌনিক উল হক, জাতীয় শ্রমিক পার্টি জেলা সভাপতি ওমর ফারুক নান্না, নাজিরপুর উপজেলা সভাপতি রিয়াজুল ইসলাম, কাউখালী উপজেলা সভাপতি শহিদুল ইসলাম সোহেল, জাতীয় তরুণ পার্টি জেলা সভাপতি আব্দুল রাজ্জাক হাওলাদার, যুব সংহতি সদর উপজেলা সভাপতি আব্দুল কাউম শেখ, জাতীয় শ্রমিক পার্টি জেলা সদস্য সচিব আলামিন খান, জাতীয় মহিলা পার্টির জেলা সভাপতি নুপুর আহমেদ, সম্পাদক লায়লা বেগমসহ জেলা জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় ব্কারা বলেন, “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে।” তারা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে বাংলাদেশের গৌরব, ঐতিহ্য ও সংগ্রামের প্রতীক হিসেবে উল্লেখ করেন।
এসময় বক্তারা বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নয় বছরের সফল রাষ্ট্রনায়ক ও সাবেক সেনাপ্রধান পল্লীবন্ধু এরশাদ দেশের উন্নয়নে ও পল্লী পুনর্গঠনে অনন্য ভূমিকা রেখেছেন। সভায় বক্তারা দুর্দিনের কর্মীদের মূল্যায়ন এবং দলীয় সংগঠনের তৎপরতা আরও জোরদার করার আহ্বান জানান।