সারাদেশ

মৌলভীবাজার জামায়াতে সম্মেলন সামনে রেখে গণসংযোগ

রাজন হোসেন তৌফিকুল মৌলভীবাজারঃ
মৌলভীবাজারের ইতিহাসে প্রথমবারের মতো কোনো কর্মী সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির আসছেন আগামী ২১ ডিসেম্বর। এতে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলনকে সামনে রেখে শ্রীমঙ্গল উপজেলা জামায়াতে ইসলামী পক্ষ থেকে শহরে গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রমে ব্যস্ত সময় পার করছেন দলের নেতাকর্মীরা। গত সোম ও মঙ্গলবার শ্রীমঙ্গল শহরের পুরানবাজার, নতুন বাজার, হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন সড়কে উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুলের নেতৃত্বে গণসংযোগ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি তারেক মাহফুজ, যুব বিভাগের উপজেলা সেক্রেটারি আকরাম হোসেন, যুব নেতা এম এ করিমসহ নেতৃবৃন্দ। স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রথমবারের মতো সংগঠনটির কোনো আমির অংশগ্রহণ করবেন। এর আগে কখনো আমিরে জামায়াত মৌলভীবাজারের কোনো সম্মেলনে অংশগ্রহণ করেননি। কর্মী সম্মেলনকে সফল করতে জেলার প্রতিটি উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ে চলছে ব্যাপক গণসংযোগ ও দাওয়াতি কার্যক্রম। এতে নেতাকর্মীদের মাঝে বইছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সম্মেলন সফল করতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা শাখার জামায়াতে ইসলামী সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল বলেন, “প্রথমবারের মতো জামায়াতের কোনো আমির মৌলভীবাজারে আসছেন। তাই নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কর্মী সম্মেলন সফল করতে আগামী বৃহস্পতিবার নেতাকর্মীদের নিয়ে শ্রীমঙ্গল শহরে একটি প্রস্তুতি মিছিল বের করা হবে।” তিনি আরও বলেন, “এই জেলায় আমিরে জামায়াতের বাড়ি, তাই সর্বস্তরের নেতাকর্মী সম্মেলনে উপস্থিত হবেন বলে আশা করছি। এটি ইতিহাস হয়ে থাকবে। মৌলভীবাজারের সম্মেলনকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে সরকারি স্কুল মাঠ। ইতিমধ্যে প্যান্ডেলের কাজ শুরু হয়েছে। জেলার নেতৃবৃন্দ সেই কাজগুলো পর্যবেক্ষণ করছেন। সম্মেলন সফল করতে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে।” বিভিন্ন আয়োজনের মাধ্যমে কর্মী সম্মেলনে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন নেতাকর্মীরা ।

You may also like

সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,
সারাদেশ

আইনপুর গ্রামে পরিতোষ , সন্তোষ বাড়িতে অগ্নিকাণ্ডে দুর্ঘটনা ঘটে

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার সদর উপজেলার আইনপুর গ্রামের পরিতোষ সূত্রধর ও সন্তোষ সূত্রধর বাড়িতে আগুনে দুর্ঘটনা ঘটেছে। গত বুধবার ০৭/০৮/২৪ ইং