সারাদেশ

রায়পুরে পৌর ২নং ওয়ার্ডের উদ্যোগে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ সম্পন্ন

মাহমুদ সানি রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার ২নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত “মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ (সিজন-৫)” অনুষ্ঠিত হয়েছে আজুব চেয়ারম্যান মিয়াজী বাড়ীর মাঠ প্রাঙ্গণে।

টুর্নামেন্টের মহা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রায়পুর বাজার ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ ইব্রাহিম খাঁন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও পৌর ২নং বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেন, সহকারী শিক্ষক চরপাতা স্পোর্টিং ক্লাবের সভাপতি সমির কর্মকার।

উদ্বোধক ছিলেন  রায়পুর পৌর যুবদলের সদস্য আব্দুর রহমান (রুবেল)।

সভাপতিত্ব করেন পৌর ২নং ওয়ার্ড বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল হোসেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ মঞ্জুর হোসেন (সুজন), তানজিল মাহমুদ (সিয়াম), মোঃ রাকিব হোসেন, ও খোরশেদ আলম।

ফুটবল খেলা আয়োজনে ছিলেন মোঃ হাসান, মোঃ শাকিব, মোঃ সামাদ, মোঃ জিসান, ও মোঃ জুনায়েদ।

খেলা সময় ছিল প্রতি অর্ধে ২০ মিনিট করে। নির্ধারিত সময়ের খেলায় সমতা থাকলে ট্রাইব্রেকারেও ফলাফল অমিমাংসিত থাকায় টসের মাধ্যমে ‘রায়পুর স্পোর্টিং ক্লাব’ বিজয়ী এবং ‘ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট’ রানারআপ ঘোষণা করা হয়।

 

প্রধান অতিথি মোঃ ইব্রাহিম খাঁন তার বক্তব্যে বলেন,খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলে। ফুটবল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ঐক্য, ভ্রাতৃত্ব ও ইতিবাচক প্রতিযোগিতার প্রতীক। এ ধরনের উদ্যোগ তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা রাখবে।

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,