সারাদেশ

ভোলায় পরিবেশ সুরক্ষায় গ্রামীণ নারীরা; LEAD Bangladesh প্রকল্পে টিম দ্বীপাঞ্চলের উঠান বৈঠক ও প্রশিক্ষণ কর্মসূচি

মোঃ ইয়াছিন আরাফাত শান্ত || ভোলা প্রতিনিধি ||

পরিবেশের ভারসাম্য রক্ষা, স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধির লক্ষ্যে ভোলার উত্তর দিঘলদী ৩নং ওয়ার্ডের হাওলাদার বাড়িতে ৪০ জন গ্রামীণ নারীকে নিয়ে এক বিশেষ উঠান বৈঠক ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। LEAD Bangladesh প্রকল্পের আওতায় জাগো ফাউন্ডেশনের সহযোগিতায় এই ব্যতিক্রমী প্রজেক্টটি বাস্তবায়ন করছে টিম দ্বীপাঞ্চল।

কর্মশালায় গৃহিণীদের মধ্যে পরিবেশ বান্ধব চুলা তৈরি ও এর ব্যবহার পদ্ধতি নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এর পাশাপাশি, দৈনন্দিন বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক কৌশল এবং বাড়ির আঙিনায় স্বল্প পরিসরে নিরাপদ ও পুষ্টিকর সবজি চাষের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী নারীদের মধ্যে পরিবেশ বান্ধব চুলা, চাষের জন্য উন্নত মানের বীজ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ উপকরণ উপহার হিসেবে প্রদান করা হয়।

প্রশিক্ষণার্থীরা এই ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, এই প্রশিক্ষণ তাদের রান্নাঘরের ধোঁয়া দূষণ কমাতে সাহায্য করবে, যা স্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের জন্য মঙ্গলজনক। একইসাথে নিজেদের উৎপাদিত সবজি পারিবারিক পুষ্টির চাহিদা মেটাতে বড় ভূমিকা রাখবে।

প্রজেক্টের গুরুত্ব তুলে ধরে টিম দ্বীপাঞ্চলের টিম লিডার আরিফুল ইসলাম বলেন, “স্থানীয় নারীদের ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষার সচেতনতা বৃদ্ধিতে এই প্রকল্পটি অত্যন্ত কার্যকর। আমরা বিশ্বাস করি, এই চল্লিশ জন নারী তাদের পরিবার এবং প্রতিবেশীর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে অগ্রণী ভূমিকা পালন করবে।

উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন বন্ধু ফাউন্ডেশনের ভোলা জেলার ম্যানেজার সম্ভুনাথ। তিনি প্রশিক্ষণার্থীদের ব্যবহারিক দিকগুলো অত্যন্ত সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেন, যা গ্রামীণ নারীদের জন্য সহজেই আয়ত্ত করা সম্ভব হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীরা একদিকে যেমন পরিবেশ সচেতন হচ্ছেন, তেমনি অন্যদিকে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন। LEAD Bangladesh ও জাগো ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে টিম দ্বীপাঞ্চলের এই প্রচেষ্টা স্থানীয় উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,