সারাদেশ

বেনাপোলের সিমান্ত এলাকা থেকে বিজিবি’র অভিযানে দেশিও তৈরি পিস্তলসহ আসামী গ্রেফতার

জাকির হোসেন, বেনাপোল,শার্শা:-যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোঃ আতাউর রহমান (৪০) নামে
এক জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ভোররাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর দৌলতপুর বিওপির একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মোঃ ফখরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত মেইন পিলার ১৭/০৯ এস হতে প্রায় ১০০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর উত্তরপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় স্থানীয় এক বাসিন্দার ধান রাখার গোলাঘর তল্লাশি করে একটি দেশি পিস্তল উদ্ধার করা হয়।

আটক আসামী হলেন, দৌলতপুর উত্তরপাড়া গ্রামের সোলায়মান হোসেনের ছেলে মোঃ আতাউর রহমান (৪০), পরবর্তীতে অস্ত্রসহ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

জব্দকৃত অস্ত্রের আনুমানিক মূল্য ১০,০০০ (দশ হাজার) টাকা বলে জানানো হয়।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,