শিক্ষাঙ্গন

ইবিতে ছাত্রশিবিরের আয়োজনে ১,৯০০ নবীন শিক্ষার্থীর বরণ অনুষ্ঠান

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১৯০০ নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে শাখা ছাত্রশিবির। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপহার হিসেবে শিক্ষার্থীদের মাঝে কুরআন (অমুসলিমের জন্য বই), কলম, নোটবুক, বুকলেট, পরিচিতি, চাবির রিং, ছেলেদের টিশার্ট এবং মেয়েদের জন্য হিজাব দিতে দেখা যায়।

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মুহা. মাহমুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিল্প ও সংস্কৃতি সম্পাদক আবু মুসা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নবীন শিক্ষার্থীরা অনুভুতি জানিয়ে বলেন,’নবীনদের নিয়ে ছাত্রশিবিরের এ কাজের জন্য ধন্যবাদ জানাই। শিবিবের দেওয়া গিফট টা ইউনিক ছিল। এবং তাদের শৃঙ্খলা অনেক সুন্দর ছিল।’

 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি শুধুমাত্র একটি সার্টিফিকেটের জন্য নয়। সার্টিফিকেট আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত নয় বরং আল্লাহর পক্ষ থেকে যে দ্বীনের ফিতরাত রয়েছে, সেই ফিতরাতকে আমরা জাগিয়ে তুলব। সে আলোকে আমরা নিজে আলোকিত হব এবং সমাজের সবাইকে আলোকিত করব। নবীন শিক্ষার্থীদের বলব আপনারা আপনাদের এই ক্যাম্পাসকে আপন করে নিন। বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত পরিবেশ নিজেরা গড়ে তুলুন, বিশ্ববিদ্যালয়কেও গড়ে তুলুন সাফল্যের দ্বারপ্রান্তে।’

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর