চিরিরবন্দরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
এনামুল মবিন(সবুজ)
স্টাফ রিপোর্টার.
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের চিরিরবন্দরে যথাযোগ্য মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা বাসুদেব চন্দ্র দাস। মাটি কৃষি সমবায় সমিতি লিমিটেড–এর সভাপতি আয়েশা আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমি আক্তারসহ বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সমবায়ী সদস্যবৃন্দ সহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ী উপস্থিত ছিলেন।


