সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কাজী তাপসের মোটরসাইকেল শোডান

মাজহারুল ইসলাম বাদল, নবীনগর।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ৫ (নবীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসের পক্ষে কয়েক হাজার মোটরসাইকেলের শো–ডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) দুপুরে আলিয়াবাদ গুল চত্ত্বর থেকে শুরু হওয়া র‍্যালিটি শিবপুর রাধিকা সহ আশপাশের ইউনিয়ন শো-ডাউন শেষ করে নবীনগর সমবায় মার্কেটের সামনে এসে সবায় স্থির হন।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তাপস বলেন, ‘গত ১৭ বছর হামলা-মামলা, দমন–নিপীড়ন উপেক্ষা করেও নবীনগরে আমরা সংগঠনকে ধরে রেখেছি।২০১৮ সালের নির্বাচনেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে দানের শেষ প্রতীক দিয়েছিলেন, কিন্তু ফ্যাসিস্ট সরকার ধমন পিরণের মধ্য দিয়ে, ধানের শীষের জয়কে ছিনিয়ে নিয়েছিল, জনগণ আজ পরিবর্তন চায়।’ তিনি আরও বলেন, ‘২০২৬ সালের নির্বাচন বাংলার মাটিতেই হবে। এই আসন মনোনয়ন পেলে জনগণের ভোটে বিজয় এনে তারেক রহমানকে উপহার দেওয়া হবে।’
তাপস জানান, তৃণমূলের প্রতিটি গ্রামে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে। এ জন্য নবীনগরের ২৩৬টি গ্রামে ১২০ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে তিনি জানান।
র‍্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিছুল রহমান মঞ্জু, হাজী শাহাবুদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, জেলা বিএনপির সদস্য হযরত আলী ও সাবেক ছাত্রদল সভাপতি মোঃ রুবেল সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা–কর্মী।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,