শিক্ষাঙ্গন

ইবি’র ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন ড. সেকান্দার আলী

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. সেকান্দার আলী।

শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় আইন ১৯৮০ (সংশোধিত আইন ২০১০)-এর ধারা ২৩(৪) মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ৩ নভেম্বর ২০২৫ তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. মো. সেকান্দার আলীকে ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। নিয়োগপ্রাপ্ত পদে থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

এতে আরও বলা হয়, ‘বর্তমান ডিন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফীর মেয়াদ আগামী ২ নভেম্বর ২০২৫ তারিখে শেষ হবে। দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছে।’

ডিন হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. মো. সেকান্দার আলী বলেন, বাই রোটেশনে এই দায়িত্ব আমাকে নিতে হচ্ছে। আমার শিক্ষাজীবন ছিল হাদীস-নির্ভর—অনার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি সবই হাদীসে। আমি বিদেশে পড়াশোনা করেছি; সৌদি আরবে ছিলাম ৯ বছর এবং পাকিস্তানে ৩ বছর। ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমি ১৯৯৪ সনে যোগদান করি। আমার ব্যক্তিগত চিন্তা-ভাবনা হলো, আমাদের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদে আমরা বেশি বেশি বিদেশী ছাত্র নিয়ে আসব। এটাকে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লেভেলে তুলে ধরা এবং বহির্গত ছাত্রদের এখানে নিয়ে আসার বিষয়েই আমার মূল ফোকাস। সামনে আমি হাদীসের উপরে বিভিন্ন ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করব। এছাড়া, যে তিনটি বিভাগ রয়েছে এবং যে দুটো নতুন ডিপার্টমেন্ট খোলার অনুমতি হয়েছে, সেগুলোকে উন্নত মানে নিয়ে যাওয়ার দিকে ফোকাস করব। আমাদের লক্ষ্য হলো বিদেশী ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিগুলোর সাথে একটা সংযোগ স্থাপন করা। দায়িত্ব নেওয়ার পর আমি সৌদি, পাকিস্তান ও অন্যান্য দূতাবাসের সাথে যোগাযোগ করে আমাদের বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিকভাবে পরিচিত করানো এবং বিদেশীরা যাতে এখানে পড়াশোনা করতে পারে, সেই বিষয়ে আলোচনা করব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized শিক্ষাঙ্গন

নাজিরপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :বিএনপির কেন্দ্রীয় কমিটি অন্যতম সদস্য, বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বরিশাল বিভাগীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ
Uncategorized শিক্ষাঙ্গন সারাদেশ

পিরোজপুর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যায়ের উপাচার্যের পিরোজপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) সকালে পিরোজপুর