যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৩ ব্যক্তির লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক, ২ এখোনো নিখোঁজের দাবি এলাকাবাসীর।

বুধবার(১৮ ডিসেম্বর) ভোরে উপজেলার পাঁচ ভুলাট ও পুটখালী সীমান্তের ইছামতী নদীর কাছ থেকে লাশ দুটি উদ্ধার করে শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।দুপুরে হাত বাধা অবস্থায় সাকিব হোসেনের লাশ ইছামতি নদী থেকে উদ্ধার করে শার্শা থানা পুলিশ। সাকিবের দুই হাত পিঠ মুড়া দিয়ে বাধা ছিল। পুলিশ বলছে নিহতদের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত, সাবু হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘীর পাড় গ্রামের মৃত আরিফ হোসেনের ছেলে ও জাহাঙ্গীর একই থানার কাগজপুর গ্রামের মৃত, ইউনুচ আলী মোড়লের ছেলে।অপরদিকে বিকালে উদ্ধার হওয়া সাকিবুল হোসেন বেনাপোল দিঘীরপাড় এলাকার জামিল ঢালির বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল ০৭.৪০ মিনিটে খুলনা ব্যাটালিয়ন (২১বিজিবি) এর পাঁচ ভুলাট বিওপি দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১৭/৭এস এর ১০২আর পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত শূন্য লাইন হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইছামতি নদীর পাড়ে ভান্ডারীর মোড় নামক স্থানে একটি লাশ উলঙ্গ অবস্থায় বাংলাদেশের সীমান্তে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে শার্শা থানার এস,আই আওয়াল হোসেন ও এস, আই কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ উপস্থিত হয়ে বিজিবির উপস্থিতিতে লাশ নদী তীর থেকে উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মৃত্যুর সঠিক কারন নির্ণয় এর জন্য ময়নাতদন্তের উদ্দেশ্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করেন। লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবার থেকে জানিয়েছে, তবে এলাকাবাসী জানায় ভারত সীমান্তে গমন করেন এবং ধারণা করা যাইতেছে যে, সে ভারতীয় বিএসএফ কর্তৃক আটক হয়ে মারধরের শিকার হয়ে বাংলাদেশে আসার সময়ে মৃত্যু বরণ করে।