সারাদেশ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ওসির জনসচেতনতা মূলক পোস্ট,, তারপরেও থামছেনা দূর্ঘটনা।

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানায় সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে গাড়ি চালকদের উদ্দেশ্যে দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, সিগন্যাল না মানা এবং ভিড়ের মধ্যে ঝুঁকিপূর্ণ চালনা দুর্ঘটনার মূল কারণ।
ওসি সাইফুল ইসলাম সরকার চালকদের সতর্ক করে বলেন, “যাত্রী ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে ধীর গতিতে গাড়ি চালানো অত্যন্ত জরুরি। মোবাইল ফোন ব্যবহার এড়ানো এবং আসনবেল ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।”
তিনি আরও জানান, ভূল্লী থানার পক্ষ থেকে এলাকায় নিয়মিত সড়ক নিরাপত্তা সচেতনতা কার্যক্রম চালানো হবে এবং জরুরি পরিস্থিতিতে পুলিশের সঙ্গে যোগাযোগের জন্য হটলাইন নম্বর ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে।
তিনি আরো বলেন, সব দায়ভার শুধু প্রশাসনিক কর্মকর্তার উপর দিবেনা না,,, নিজেকে সচেতন হতে হবে। সময়ের চেয়ে জিবনের মূল্য অনেক বেশি,,সামনে শীতকাল আসতেছে শীতের সময় বেশি দূর্ঘটনার সম্ভবনা থাকে তাই আরো বেশি সচেতন হতে হবে।

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,