সারাদেশ

বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁয় বার্ষিক বিজ্ঞান মেলা, আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-২০২৫ অনুষ্ঠিত

অন্তর হোসেন, স্টাফ রিপোর্টার নওগাঁ।

বিজ্ঞানের দীপ্ত আলোয় উদ্ভাসিত এক সকাল— বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ’র প্রাঙ্গণ যেন রূপ নিয়েছিল উদ্ভাবনের উৎসবে। শিক্ষার্থীদের প্রাণের উচ্ছ্বাস, জ্ঞানপিপাসার আলো আর যুক্তির দীপ্তিতে ২০২৫ সালের বার্ষিক বিজ্ঞান মেলা, আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো অত্যন্ত আনন্দঘন পরিবেশে।
বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, নওগাঁ’র অধ্যক্ষ মো. শরিফুর রহমানের সভাপতিত্বে নওগাঁর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ফিটা কাটার মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
মেলায় শিক্ষার্থীদের তৈরি নানা বৈজ্ঞানিক মডেল যেন মানব মেধার আলোকবর্তিকা হয়ে জ্বলে উঠেছিল। কেউ তৈরি করেছে স্মার্ট সেচযন্ত্র, কেউ বানিয়েছে সোলার বিদ্যুৎ চালিত রোবট, আবার কেউ উদ্ভাবন করেছে পরিবেশবান্ধব জৈব বর্জ্য ব্যবস্থাপনা যন্ত্র। এসব উদ্ভাবনের পেছনে ছিল তাদের কল্পনা, কৌতূহল আর অনুসন্ধিৎসা—যা ভবিষ্যৎ বাংলাদেশের বিজ্ঞানচেতনারই প্রতিচ্ছবি।
একই দিনে অনুষ্ঠিত হয় আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। দুই পক্ষের যুক্তি-তর্কে মুক্তমঞ্চ যেন রণক্ষেত্রের উত্তাপে প্রজ্বলিত হয়ে ওঠে। কারও কণ্ঠে ছিল যুক্তির অগ্নিশিখা, কারও কণ্ঠে মানবিক বোধের কোমল সুর। বিচারকমণ্ডলীর বিচক্ষণ মূল্যায়নে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন দশম শ্রেণির শিক্ষার্থী আদিবা খানম।
দুপুর ২টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। প্রধান অতিথি তাঁর অনুপ্রেরণাদায়ী বক্তৃতায় বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে এধরনের মেলা শেখার পরিধিকে বৃদ্ধি করবে বলে আমি বিশ্বাস। আধুনিক বিশ্বে সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে বৈশ্বিক চাহিদার সঙ্গে আমাদেরও তাদের সমপর্যায় না হোক কাছাকাছি মানের শিক্ষার্থী তৈরি করতে হবে। এই শিক্ষার্থীরাই আগামীতে বাংলাদেশকে বিশ্বের মাঝে তুলে ধরতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি), মো: মাসুসদুল হক, জেলা তথ্য অফিসার -আবু সালেহ মোহাম্মদ মাসুদুল ইসলাম, সহকারী কমিশনার -আব্দুল্লাহ-আল মামুন প্রমুখ গন্যমান্য ব্যক্তি বর্গ।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. শরিফুর রহমান বলেন, প্রতি বছর বিজ্ঞান মনস্ক শিক্ষার্থীরা এই মেলার অপেক্ষায় থাকে।
বিজ্ঞানের প্রতি আগ্রহ ও কৌতূহল জাগাতে আমরা এমন আয়োজন করে থাকি। নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক চেতনা বৃদ্ধি ও তথ্য প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে আমাদের এই ছোট্ট প্রয়াস । ইতিহাস আর সোনালি ঐতিহ্যে ঘেরা এই বরেন্দ্র অঞ্চলের শিক্ষার্থীরা বাংলাদেশের গণ্ডি পেড়িয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারে এবং তথ্য ও প্রযুক্তি খাতে যাতে অবদান রাখতে পারে সেই দ্বার উন্মোচনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা এবং প্রযুক্তি সম্পর্কে আগ্রহ বাড়াতে আমাদের এই আয়োজন অগ্রণী ভূমিকা রাখেেব বলে আমারা দৃঢ় বিশ্বাস করি।
বেলা বাড়ার সাথে সাথে মাঠটিতে লোক সমাগম বেড়ে যাওয়ায় মিলন মেলায় পরিনত হয়। নতুন জিনিস আবিষ্কার করা মানুষরে যে সৃজনশীল চিন্তার বহিঃপ্রকাশ যা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই প্রমাণ করে। অতঃপর মেধাবী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীদের চোখে ঝিলিক দেয় গর্ব ও প্রেরণার আলো।
এই বিজ্ঞান মেলা শুধু একটি অনুষ্ঠান নয়—এ যেন এক প্রতিজ্ঞা, ভবিষ্যতের বাংলাদেশকে প্রযুক্তিনির্ভর, মানবিক ও উদ্ভাবনশীল করে তোলার। কল্পনা, জ্ঞান ও যুক্তির মেলবন্ধনে তরুণ শিক্ষার্থীরা প্রমাণ করল— যুক্তির আলোয় মুছে যাবে অজ্ঞতার রাত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,