সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রীর মৃত্যু, আরেক ছাত্রী আহত
ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুতের তার স্পর্শ করে এক মাদ্রাসাছাত্রী নিহত ও অপর এক ছাত্রী আহত হয়েছে। সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকালে পৌরসভার দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মোছাঃ আমিনা খাতুন (১৪)। তিনি চর দেলুয়া মধ্যপাড়ার মোঃ আমিরুল ইসলামের কন্যা ও দেলুয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
আহত শিক্ষার্থীর নাম মোছাঃ মুন্নি খাতুন (১৩), পিতা মোঃ মানিক মিয়া, বাড়ি বেলকুচির জিধুরী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার সকালেও দুই ছাত্রী মাদ্রাসায় আসে। সবার অজান্তে তারা মাদ্রাসার ভেতরে অবস্থিত দুই তলা মসজিদের ছাদে উঠে যায়। ছাদের পাশ দিয়ে যাওয়া মেইন বিদ্যুতের তারে আমিনা খাতুন হাত দিলে সঙ্গে সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়। তাকে বাঁচাতে গিয়ে মুন্নি খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়।
মাদ্রাসার পিয়ন ছাদের ওপর ধোঁয়া দেখতে পেয়ে ছুটে গিয়ে তাদের উদ্ধার করে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তায় দ্রুত সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই ভর্তি করেন। পরে বিকেল ২টার দিকে আমিনা খাতুন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহত মুন্নি খাতুন বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে এসআই অরূপ ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল ও নিহতের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।





