১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুন পেল হুইল চেয়ার
একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১০ বছর ধরে চলতে না পারা অজুফা খাতুনকে দেয়া হল হুইল চেয়ার।
জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের দেবীগঞ্জ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহায়তায়
লক্ষিরহাট তাতিপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী অজুফা খাতুনকে একটি হুইল চেয়ার বিতরন করা হয়।
১১ নভেম্বর দুপুরে উপজেলা অফিসে তাকে এ হুইল চেয়ার বিতরন করা হয়েছে। অজুফা খাতুন স্বামী মারা যাওয়ার পর থেকে জীবিকা নির্বাহ করার জন্য দীর্ঘদিন ঢাকায় মানুষের বাসায় কাজ করতো।
অজুফা খাতুন বলেন, আমি সেখানে কাজ করা অবস্থায় হঠাৎ করে হাত পা অবশ হয়ে যায়। পরে হাসপাতালে নেয়ার পর পরীক্ষা করে জানতে পারি ষ্ট্রোক করা হয়েছে। অনেক চিকিৎসা নেয়ার পরেও সুস্থ হইনি। স্বামী মারা যাওয়ার পর থেকেই একমাত্র ছেলের উপর নির্ভর করে আমাদের জীবন চলতে থাকে। ঔষধ কেনার টাকা পর্যন্ত আমার নেই। আমি দেবীগঞ্জ সমাজ সেবা অফিসে যোগাযোগ করি। সেখানে অনেক ঘুরাঘুরি করেও একটি হুইল চেয়ার পাইনি। পরে দেবীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি গোলাপি আক্তারকে বললে তিনি দেয়ার ব্যবস্থা করে দিবেন বলে জানান।
অবশেষে ১১ নভেম্বর দুপুরে দেবীগঞ্জ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে
১০ বছর ধরে চলাফেরা করতে না পারা অজুফা খাতুনের হাতে হুইল চেয়ারটি বিতরন করেন।
দেবীগঞ্জ পৌর মহিলা দলের সভাপতি গোলাপি আক্তার জানান, অসহায় অজুফা খাতুনকে প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় হুইল চেয়ারটি বিতরন করা হয়। অসহায়দের জন্য আমাদের সহায়তার হাত অব্যাহত থাকবে।


