সদরপুরে নোংরা পরিবেশে খাবার তৈরি করার দায়ে ৪ বেকারীর জরিমানা
সদরপুর থেকে শিমুল তালুকদার
ফরিদপুরের সদরপুরে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড-কেক তৈরিসহ মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার দায়ে চারটি বেকারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে।
১১ নভেম্বর ( মঙ্গলবার) বিকেলে ৪ টি বেকারীতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। আদালতের নেতৃত্ব দেন সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। অভিযানে সদরপুর উপজেলার চার রশি এলাকায় মিম বেকারীতে দশ হাজার এএফসি বেকারীতে কে দশ হাজার, সাড়ে সাতরশি এলাকার দাস বেকারীতে পাঁচ হাজার এবং মা বাবার দোয়া বেকারিতে পাঁচ হাজার সহ মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত চলাকালে বেকারীর মধ্যে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড,কেক তৈরি এবং মোড়কের গায়ে পণ্যের বিক্রয় মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে ওই চার বেকারী মালিক কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে তাদের এ অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতায় ছিল সদরপুর থানা পুলিশের একটি দল।


