সারাদেশ

পঞ্চগড়ে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
পঞ্চগড়ে জেলা পুলিশের উদ্দ্যোগে মাসিক মাষ্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা পুলিশ আয়োজনে পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের বিভিন্ন অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
পুলিশ সুপার মহোদয় প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ, আর আই পুলিশ লাইন্স, পঞ্চগড় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা ও ফোর্সরা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,