সারাদেশ

পঞ্চগড়ে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

একেএম বজলুর রহমান, পঞ্চগড়
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প এর আওতায় বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার কোর্স সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির হোসেন।
তিনি বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের প্রাথমিক ন্যায়বিচারের অন্যতম মাধ্যম। এ আদালতকে সক্রিয় করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত মানবসম্পদই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইউপি পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
উপজেলা সমাজসেবা অফিসার লায়লা আরজুমান প্রশিক্ষণের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থেকে গ্রাম আদালতের কার্যকর পরিচালনা, মামলা ব্যবস্থাপনা, তথ্য সংরক্ষণ এবং ডিএমআইই পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, “ডিএমআইই পদ্ধতির মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম নিয়মিতভাবে পরিবীক্ষণ করা যাবে। এতে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মোঃ মিজানুর রহমান ও তাহমিনা ইয়াসমিন।
প্রশিক্ষণটি আয়োজন করে উপজেলা প্রশাসন, পঞ্চগড় সদর, পঞ্চগড়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের প্রশিক্ষণ মাঠপর্যায়ে কাজের মান উন্নত করতে সহায়ক হবে এবং গ্রাম আদালতের মাধ্যমে সহজ, দ্রুত ও ব্যয়বহুলবিহীন ন্যায়বিচার নিশ্চিত করতে অনুপ্রেরণা জোগাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সারাদেশ

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক হলেন সাব্বির আহমেদ সামাদ

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জেলার একনিষ্ঠ ও ত্যাগী ছাত্রনেতা সাব্বির আহমেদ সামাদ।
সারাদেশ

বদলে যাচ্ছে র‌্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক

নতুন রূপে আসছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়,