চিলমারীতে হাফেজ ও তরুণ বক্তার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধঃ কুড়িগ্রামের চিলমারীতে হাফেজ ও তরুণ বক্তা, এইচ এম একরামুল ইসলামের একক উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ই নভেম্বর) সকাল ১০টার সময় উপজেলার কলেজ মোড় এলাকায় “মাহফুজুল দারুল উলুম নুরানী ও হাফিজি মাদ্রাসায়” মাঠে “হাফেজ ও তরুণ বক্তা, এইচ এম একরামুল ইসলামে”র একক উদ্যোগে ও নিজস্ব আর্থায়নে গরীব ও অসহায় মানুষের মাঝে অর্ধ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উদ্যোক্তা এইচ এম একরামুল ইসলাম,
মাহফুজুল দারুল উলুম নুরানী ও হাফিজি মাদ্রাসার মুহ্তামিম হাফেজ সাজ্জাদুর রহমান সাকিব, সহকারী শিক্ষক রাশেদুল ইসলাম রাসেদসহ আরও অনেক উপস্থিত ছিলেন। শীতের এই আগাম মুহূর্তেই কম্বল হাতে পেয়ে, আনন্দে আত্মহারা হয়ে তার মাথায় হাত দিয়ে, তার জন্য অনেক দোয়া করেন তারা।



